Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে রায়ঘাটী

কালের সাক্ষী বহনকারী মোহনপুর উপজেলার একটি ঐতিহ্যবাহী অঞ্চল হলো ০৩নং রায়ঘাটী ইউনিয়ন । কাল পরিক্রমায় আজ ০৩ নং রায়ঘাটী  ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তারনিজস্ব স্বকীয়তা আজও সমুজ্জ্বল।

ক) নাম – ০৩ নং রায়ঘাটী  ইউনিয়ন পরিষদ।

খ) আয়তন – ৩৭২৬.৫৯ একর।

গ) লোকসংখ্যা – ১৬,৭৭১জন (প্রায়) (২০১১ সালের আদম শুমারি অনুযায়ী)

ঘ) পুরুষ-৮৩৮৭ জন।

মহিলা-৮৩৮৪ জন।

মুসলিম-১৪,০০০ জন।

হিন্দু-২৭৭১ জন।

উপজাতি- নাই।

ঙ) বসত বাড়ির সংখ্যা-২৯১৩।

চ ) গ্রামের সংখ্যা – ২০টি।

ছ) মৌজার সংখ্যা – ২৩টি।

জ) হাট/বাজার সংখ্যা -নাই।

ঝ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – সিএনজি/রিক্সা/ভ্যান/উলকা/বাস/মটরসাইকেল/অন্যান্য ।

জ) শিক্ষার হার – ৮৭%। (২০০১ এর শিক্ষা জরীপ অনুযায়ী)

    সরকারী প্রাথমিক বিদ্যালয়- ০৫টি,

    বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয়- ০৩টি,     

    উচ্চ বিদ্যালয়ঃ ২টি,

  নিম্ম মাধ্যমিক বিঃ ০১ টি,

    মাদ্রাসা- ০৩টি।

হাফিজিয়া মাদ্রাসা-০৩টি

কারিগরী- ২টি

ঝ) দায়িত্বরত চেয়ারম্যান –জনাব  মোঃ বাবলু হোসেন

ঞ) গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান- নাই ।

ট) ঐতিহাসিক/পর্যটন স্থান – নাই।

ঠ) ইউপি ভবন স্থাপন কাল – ১৬/১০/১৯৩৮ইং।

ড) নব গঠিত পরিষদের বিবরণ –

                                    ১) শপথ গ্রহণের তারিখ – ২১/০১/২০২১ইং

                                    ২) প্রথম সভার তারিখ –২৩/০১/২০২১ ইং

                                   ৩) মেয়াদ উর্ত্তীনের তারিথ –                 ইং