স্থানীয় কাউন্সিল কার্যবিধি,১৯৬৩
১। পরিষদ সভায় সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে সম্পাদিত কর্মসমুহ (ধারা-৩):
১। সকল প্রকার কর,রেট, টোল,ফি আরোপের প্রস্তাবনা;
২। বাষিক বাজেট ও সকর প্রকার আর্থিক বিবরণী;
৩। সংশোধিত বজেট;
৪। সকল প্রকার উন্নয়ন পরিকল্পনা;
২। পরিষদ বা কমিটির মাধ্যমে সম্পাদিত অন্যান্য কার্যাদিত (ধারা -৪)
১। চেয়াম্যান, সচিব ও কমিটির মাধ্যমে সম্পাদিত অন্যান্য কার্যাবলী পরিষদের সভায় উপস্থাপিত ও অনুমোদিত হতে হবে;
২। পরিষদ কর্তৃক নিয়োগকৃত কমিটি রেজুলেশন দ্বারা এবং পরিষদের সাধারণ ও বিশেষ নির্দেশে কার্বলি সম্পাদন করবে।
৩। চেয়ারম্যান দ্বারা সম্পাদিত কার্যবলী (ধারা -৫)
১। পরিষদের চেয়াম্যান দৈনন্দিন কার্যাবলী সম্পাদন ও তার অধীনস্ত কর্মচারীদের তত্ত্বাবধান করবেন।
২।পরিষদের চেয়ারম্যান কর্তৃক নিম্নে বর্ণিত কর্মসমূহ সম্পাদন হবে:
৩। সকল প্রকার কর,রেট, সংগ্রহ ও আদায়রে ব্যবস্থা করা;
৪। পরিষদের পক্ষে সমস্ত অর্থ গ্রহণ;
৫। জেলা প্রশাসকের অনুমোদিত বাজেট অনুযায়ী পরিষেদর যাবতীয় ব্যয় নির্বাহ করা;
৬। পরিষদের পক্ষে সমস্ত যোগাযোগ রক্ষা করা;
৭। পরিষদের পক্ষে যাবতীয় নোটিম সরবরাহ করা;
৪। সচিব দ্বারা সম্পাদিত কার্যবলী (ধারা -৭)
জেলা প্রশাসকের পূব অনুমতি নিয়ে চেয়ারম্যান তার উপর অর্পিত যে কোন দায়িত্ব লিখিতভাবে সচিবের উপর অপন করতে পারেন এবং অন্যান্য কার্যাবলী যা বিভিন্ন সময়ে চেয়ারম্যান সাধারন ও বিশেষ নিদেশনার মাধ্যমে সচিবকে প্রদান করবেন তা তাকে করতে হবে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS